খাগড়াছড়ি পুলিশ লাইন্সে কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলা পুলিশ উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(১৫ আগস্ট) পুলিশ লাইন ড্রিল শেডে খাগড়াছড়ি জেলা পুলিশের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা এর সুযোগ্য পুলিশ সুপার জনাব মুক্তা ধর পিপিএম (বার) মহোদয়।
মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযুদ্ধের জনাব রহিছ উদ্দিন। পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক, পুলিশ হাসপাতাল এর ডাক্তার ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খাগড়াছড়ি পার্বত্য জেলা এর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মাহমুদা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন
অনুষ্ঠানের শুরুতেই ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা ও শোক জ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে শিশু-কিশোরদের মধ্যে বঙ্গবন্ধু’র আদর্শ ও চেতনা ছড়িয়ে দেওয়ার নিমিত্তে জেলার পুলিশ সদস্য বৃন্দের মধ্যে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী পুলিশ সদস্যদের মাঝে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিগণ পুরস্কার বিতরণ করেন।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন পদমর্যাদা পুলিশ সদস্য সহ সম্মানিত বিচারকবৃন্দ, কুইজ প্রতিযোগিতায় বিজয়ী পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।