Home সারাদেশ শপথ গ্রহণ করলেন দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান
Ogos ১৩, ২০২৩

শপথ গ্রহণ করলেন দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

আজ ১৩ আগস্ট ২০২৩ তারিখ সকাল  দশটায় জেলে প্রশাসক এর কার্যালয়ে দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব গগন বিকাশ চাকমা এবং মানিকছড়ি উপজেলার যোগ্যছোলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব আবদুল মতিন শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ করান জেলা প্রশাসক জনাব মো: সহিদুজ্জামান। এসময় উপপরিচালক স্থানীয় সরকার জনাব নাজমুন আরা সুলতানা,  দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহাম্মাদ আরাফাতুল আলম,সহকারী পরিচালক স্থানীয় সরকার জনাব মো: নজরুল ইসলাম এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সচিবগণ উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ এর পর জেলাপ্রশাসক নবনির্বাচিত চেয়ারম্যানদের অভিবাদন জানিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন ও শপথের মর্যাদা রক্ষা করার অনুরোধ জানান।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *