Home বিনোদন সিডনিতে সুড়ঙ্গের মাসুদ, ঘুরে বেড়াচ্ছেন পরিবার নিয়ে
Ogos ১৩, ২০২৩

সিডনিতে সুড়ঙ্গের মাসুদ, ঘুরে বেড়াচ্ছেন পরিবার নিয়ে

নাটক ও ওটিটির পর প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করেই সাড়া ফেলেছেন। এই সিনেমায় ‘মাসুদ’ চরিত্রে নিশোর অভিনয় প্রসংশিত হয়েছে। চরিত্রটি দেশ-বিদেশের বাংলাদেশিদের কাছে নতুনভাবে মেলে ধরেছেন নিশো। অস্ট্রেলিয়া ও পাশের দেশ নিউজিল্যান্ডে হাউজফুল শো চলছে ‘সুড়ঙ্গ’–এর। বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে আছেন অভিনেতা আফরান নিশো। গত বৃহস্পতিবার ১০ আগস্ট সপরিবার সিডনি পৌঁছেছেন তিনি। কর্মব্যস্ততার ফাঁকে অবসরযাপনেই তাঁর এই প্রশান্তপাড়ের দেশ ভ্রমণ, জানিয়েছেন নিশো।
গত শুক্রবার দিনভর পরিবার নিয়ে সিডনিতে ঘুরে বেড়িয়েছেন আফরান নিশো। ফ্রেমবন্দী হয়েছেন সিডনির বিখ্যাত অপেরা হাউজ আর হারবার ব্রিজ এলাকায়। শনিবার ১২ আগস্ট সিডনির স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ভক্তদের সঙ্গে দেখা করেছেন। এ জন্য স্থানীয় বাংলাদেশি সাংস্কৃতিক সংগঠন ধূপছায়া এন্টারটেইনমেন্ট সিডনির ব্যাংকসটাউনের একটি ফাংশন সেন্টারে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানের আয়োজন করেছে।

আফরান নিশো
আফরান নিশোপ্রথম আলো

কারও সঙ্গে দেখা হলেই “সুড়ঙ্গ”–এর জন্য প্রশংসা পাচ্ছি। আর সিডনি এবং অন্যান্য হলের শোগুলো খুব ভালো কেটেছে। সব মিলিয়ে ভালো লাগছে। দেশ ছেড়ে যাঁরা এখানে বসবাস করছেন, আমাদের কাজের মাধ্যমে, বাংলা সিনেমার মাধ্যমে তাঁরা বাংলা সংস্কৃতির সঙ্গ পাচ্ছেন, এটাই আমার কাজের স্বার্থকতা।’

‘সুড়ঙ্গ’- এর শ্যুটিং অভিজ্ঞতা জানালেন আফরান নিশো

'সুড়ঙ্গ'- এর শ্যুটিং অভিজ্ঞতা জানালেন আফরান নিশো

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *