চলতি বছরে ১৬৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল: জাতিসংঘ
অনলাইন ডেস্ক: ইসরায়েলি দখলদার বাহিনী চলতি বছরে পশ্চিম তীর এবং ইসরায়েলে ১৬৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। এর মধ্যে গত ২৫ জুলাই থেকে ১০ আগস্টের মধ্যেই অধিকৃত পশ্চিম তীরে ১৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে, যার মধ্যে তিন শিশুও রয়েছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের জন্য কার্যালয় (UNOCHA) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এই সংখ্যা ২০২২ সাল জুড়ে ইসরায়েলি দখলদার বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনিদের মোট সংখ্যাকে ছাড়িয়ে গেছে, যার পরিমাণ ছিল ১৫৫।
এছাড়া গত ৪ আগস্ট রামাল্লার কাছে বোরকা গ্রামে এক ইহুদী বসতি স্থাপনকারী একজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে এবং অন্য দুজনকে আহত করে। ২০২৩ সালের শুরু থেকে ৭ আগস্ট পর্যন্ত পশ্চিম তীরে অবৈধ ইহুদী বসতি স্থাপনকারীদের হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা দাঁড়ালো ৭।
UNOCHA নিশ্চিত করেছে যে 25 জুলাই থেকে 7 আগস্টের মধ্যে ইসরায়েলি বাহিনীর দ্বারা পশ্চিম তীরে কমপক্ষে 60 জন শিশু সহ ২৭৬ ফিলিস্তিনি আহত হয়েছে, যার মধ্যে নয় জন তাজা গোলাবারুদ দ্বারা আহত হয়েছে।
বছরের শুরু থেকে, ৬৮৩ ফিলিস্তিনি পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর দ্বারা জীবিত গোলাবারুদ দ্বারা আহত হয়েছে, ২০২২ সালের একই সময়ের মধ্যে দ্বিগুণেরও বেশি, যার পরিমাণ ছিল ৩০৭।
২০২৩ সালের প্রথম ছয় মাসে, জাতিসংঘ ৫৯১ বসতি স্থাপনকারী-সম্পর্কিত ঘটনা রেকর্ড করে, যাতে দেখা যায়, ফিলিস্তিনিদের প্রাণহানি, সম্পত্তির ক্ষতি বা উভয়ই হুয়েছে।
জাতিসংঘ ২০০৬ সালে ইহুদী বসতি স্থাপনকারীদের এই ধরনের ডেটা রেকর্ড করা শুরু করার পর এটি ২০২২ সালের তুলনায় মাসিক গড় ৩৯ শতাংশ বেড়েছে।