Home জেলা রাজনীতি নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি: রুহুল কবির রিজভী
Ogos ১২, ২০২৩

নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি: রুহুল কবির রিজভী

নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। নির্বাচনকালীন নির্দলীয় ও নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করলে নির্বাচনে অংশ নেবে বিএনপি। অন্যথায় বিএনপি নির্বাচনে যাবে না।’

আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের ডনচেম্বার এলাকায় মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য সদ্য প্রয়াত মাহমুদুর রহমানের পরিবারকে সমবেদনা জানাতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ তুলে বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের প্রত্যেক নেতা-কর্মী মানসিক চাপে আছেন। তাঁরা বাসায় বসে থাকলেও তাঁদের নামে মামলা হয়। প্রতিনিয়ত পুলিশি আক্রমণ, আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে। এভাবে থাকতে থাকতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আমাদের নেতা-কর্মীরা কখন পৃথিবী ছেড়ে চলে যাবেন, তার কোনো ঠিক-ঠিকানা নেই।’ তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দী করে রাখা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমানকে সাজা দেওয়ার প্রসঙ্গে রিজভী বলেন, ‘সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলায় তাঁকে (তারেক রহমান) ও তাঁর স্ত্রীকে সাজা দিয়েছে। যাতে তিনি দেশে ফিরে আসতে না পারেন; নেতা-কর্মীরা আন্দোলন থেকে দূরে সরে যান। সরকারের অশুভ উদ্দেশ্যে এই সাজা দেওয়া হয়েছে। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। নেতা-কর্মীদের দমানো যায়নি।’

এ সময় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, জেলা বিএনপির সাবেক সহসভাপতি মাসুদুর রহমান, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন, সদস্যসচিব আবু আল ইউসুফ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাসেম, জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *