Home বিনোদন সন্তানকে পরীমনির খোলা চিঠি—কাঁদালেন, আবেগে ভাসালেন নায়িকা
Ogos ১২, ২০২৩

সন্তানকে পরীমনির খোলা চিঠি—কাঁদালেন, আবেগে ভাসালেন নায়িকা

এক বছর বয়সী সন্তান রাজ্যর জন্মদিন উদ্‌যাপন করলেন গত বৃহস্পতিবার রাতে। তার এক দিন পর গতকাল শুক্রবার রাতে ৪ মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিও চিত্র ফেসবুকে পোস্ট করেন পরীমনি। তাতে সন্তানকে নিয়ে তাঁর আবেগ, অনুভূতি ও ভালোবাসা ব্যক্ত করেছেন। পরীমনির এই ভিডিও চিত্র মানুষের হৃদয় স্পর্শ করেছে। মা পরীমনির প্রতি ভালোবাসা বাড়িয়েছে। ১৪ হাজারেরও বেশি মানুষ পরীমনির এই ভিডিও চিত্র নিজেদের ফেসবুক ওয়ালে শেয়ার করে তাঁদের কান্না, আবেগ ও ভালোবাসার অনুভূতি যেমন প্রকাশ করেছেন, তেমনি পরীমনির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা দেখিয়েছেন।
৪ মিনিট ১৩ সেকেন্ডের এই ভিডিও চিত্র ‘একটা খোলা চিঠি’ শিরোনামের ক্যাপশন দিয়ে দেড় কোটির বেশি অনুসারীর ফেসবুক পেজে প্রকাশ করেছেন পরীমনি। নিজেদের বিভিন্ন মুহূর্তের স্থিরচিত্র কোলাজ করে ব্যাকগ্রাউন্ডে ছিল পরীমনির কণ্ঠস্বর। আজ শনিবার দুপুর পর্যন্ত মাত্র ১৫ ঘণ্টায় ভিডিও চিত্রে ২৩ হাজারের অধিক মন্তব্য এসেছে, ভিউ হয়েছে ২১ লাখের বেশি আর রিঅ্যাকশন পড়েছে ৩ লাখ ৩২ হাজারের বেশি। অনেকে এ ভিডিও শেয়ার করে তাঁদের আবেগের কথা ক্যাপশনে লিখেছেন।

জন্মদিনের আয়োজনের মধ্যমণি ছিল ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। ছেলেকে জড়িয়ে আবেগঘন একটি মুহূর্তে পরীমনি।
জন্মদিনের আয়োজনের মধ্যমণি ছিল ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। ছেলেকে জড়িয়ে আবেগঘন একটি মুহূর্তে পরীমনি।

ভিডিও চিত্রে পরীমনিকে বলতে শোনা যায়, ‘আমার বাজান, বড় হয়ে যখন তুমি এটা দেখবে, তখন বুঝবে, গলায় আটকে থাকা কান্না গিলে গিলে মা তোমাকে বলেছিল, এই সেই আনন্দের দিন, যেদিন তুমি আমার বুকে এলে। ছোট্ট দুটো হাত ধরে কী মনে হচ্ছিল জানো? পরী সত্যিকারের দুটো ডানা পেল। কী আনন্দ কী আনন্দ! বড় হয়ে লাল পরী, নীল পরী, হাজার পরীর ভিড়ে শুধু জানবে, তুমি এই মা পরীর দুটো ডানা হয়ে জন্মেছিলে। আমি তোমার বুকে কান পেতে শুনি—মা; গায়ে গা ঘেঁষে, বুকে মিশে থেকে, ঘুমের ঘোরে কিংবা জেগে থেকে, তোমার চোখের দৃষ্টিজুড়ে যেন শুধু আমি; মা আর মা। তোমার জগৎজুড়ে যেন একটাই শব্দ—মা। আর এই মা–টা আমি! আহা!’
সন্তানকে নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে পরীমনি বলেন, ‘ভাবতে ভাবতে কখন যে আমাদের এক বছর হয়ে গেল। তোমার গায়ের ঘ্রাণে বেঁচে আছি আমি। তোমার কান্নায়, হাসিতে, খেলায় কী দারুণ বেঁচে আছি আমি। দুঃখ আমাকে আর ছুঁতেই পারে না। তোমার সঙ্গে রূপকথার রাজ্যের পৃথিবী আমার। টগবগ করে রাঙা ঘোড়ায় চড়ে আমার পালকির পাশে পাশে চলবে। পথে পথে যত দস্যুই আসুক, তুমি বলবে, আমি আছি, ভয় নেই, মা। আমার সত্যিকারের বীরপুরুষ হবে তুমি। আমার সকল শূন্যতার পাশে তুমি এক হয়ে জুড়ে গেছো। তাই তো আমাদের এই সংখ্যা ১০। মনে রেখো, এই তারিখটা কিন্তু তোমার। এই দিনটা তোমার বিশেষ দিন। এই আজ যেমন আমি, আমরা সবাই মিলে ধুমধাম করে তোমার জন্মদিনটা উদ্‌যাপন করছি, তুমিও কিন্তু কোরো। মা যখন থাকবে না বেঁচে, তখনো করবে। ঠিক আছে?’

মায়ের সঙ্গে রাজ্য
মায়ের সঙ্গে রাজ্যফাইল ছবি

রাজ্যকে নতুন নামও দিয়েছেন পরীমনি। তা হলো ‘পদ্ম’। এ নামেই তাকে সম্বোধন করেন নায়িকা।

ছেলের জন্মদিনে আয়োজনের কমতি রাখেননি পরীমনি

ছেলের জন্মদিনে আয়োজনের কমতি রাখেননি পরীমনি

সবশেষে তাই সেই নামেই ডেকে বললেন, ‘শোনো পদ্মফুল, এই দিনে তুমি কখনো মন খারাপ করবে না। এই দিন তোমার জন্য অনেক আনন্দের দিন, খুশির দিন। ঠিক আজকের মতোই তুমি এই দিনটাকে তোমার ভালোবাসার সবাইকে নিয়ে হইহুল্লোড়ে ভরিয়ে রেখো। কেমন? আমার পুণ্য। তুমিই আমার পুণ্য। তুমি এই পৃথিবীর জন্য আলোর বাহক হও। মা তোমাকে অনেক ভালোবাসে। হ্যাপি বার্থডে, বাবা।’

সোনার বাটি, চামচে প্রথম ভাত খাবে রাজ্য, ফেসবুকে ছবি দিয়ে জানালেন পরীমনি

সোনার বাটি, চামচে প্রথম ভাত খাবে রাজ্য, ফেসবুকে ছবি দিয়ে জানালেন পরীমনি

প্রথম আলোয় পরীমনি
পরীমনিছবি : খালেদ সরকার

পরীমনি জানান, পরিবার ও কিছু কাছের মানুষ নিয়ে ছেলে রাজ্যর জন্মদিনের অনুষ্ঠানটি ছোট পরিসরে করা হয়েছে। তাঁর ভাষায়, ‘রাজ্য আরেকটু বড় হলে বড় পরিসরে করব। তখন মিডিয়ার আমার সব শিল্পী–কলাকুশলী বন্ধুকে দাওয়াত দেব। অনুষ্ঠানে অভিনেত্রী ডলি জহুর, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, সংগীতশিল্পী আসিফ আকবর, অভিনেতা চঞ্চল চৌধুরী, রাশেদ মামুন অপু, চিত্রনায়িকা নিপুন, অপু বিশ্বাস, তমা মির্জা, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, নির্মাতা হিমেল আশরাফ, রায়হান রাফি, অভিনেত্রী দীপা খন্দকার, সুইটি, সংগীতশিল্পী কোনালসহ বিনোদন অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *