Home দুর্ণীতি ১২ জেলা ও ১২৩ উপজেলাকে গৃহহীনমুক্ত ঘোষণা প্রধানমন্ত্রীর
Ogos ৯, ২০২৩

১২ জেলা ও ১২৩ উপজেলাকে গৃহহীনমুক্ত ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও ১২টি জেলা ও ১২৩টি উপজেলাকে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করেছেন। আজ বুধবার প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে আধা পাকা ঘর বিতরণের ঘোষণা দেন।

এর মধ্য দিয়ে সারা দেশে মোট ২১টি জেলা ও ৩৩৪টি উপজেলা গৃহহীন ও ভূমিহীন পরিবারমুক্ত হলো।
দেশের বিভিন্ন জেলায় ২২ হাজার ১০১টি বাড়ির চাবি এবং ২ দশমিক ২ শতাংশ জমির মালিকানা দলিল হস্তান্তর করা হয়েছে। এর মাধ্যমে প্রায় ১ লাখ ১৫ হাজার মানুষকে পুনর্বাসন করা হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী দুই দফায় ৯টি জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলা ঘোষণা করেছিলেন। সেসব জেলা হলো—পঞ্চগড়, মাগুরা, মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, জয়পুরহাট, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও চুয়াডাঙ্গা।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *