Home অপরাধ মা‌টিরাঙ্গায় পুলিশের হাতে গাঁজাসহ আটক দুই
Ogos ৬, ২০২৩

মা‌টিরাঙ্গায় পুলিশের হাতে গাঁজাসহ আটক দুই

 তাজু কান্তি দে, জেলা প্রতিনিধিঃ

ছবি- দৈনিক খাগড়াছড়ি।

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় ৬‌ কে‌জি গাঁজাসহ দুই জন‌কে আটক ক‌রে‌ছে মা‌টিরাঙ্গা থানা পু‌লিশ।

আটককৃতরা হ‌লেন, উপ‌জেলার বর্ণাল ইউ‌নিয়নের ক‌রিম মাস্টার পাড়ার আবুল হো‌সে‌নের ছে‌লে হাসান মিয়া (২১) এবং মা‌টিরাঙ্গা পে‌ৗরসভার ৩নং ওয়ার্ড নবী নগ‌রের জয়নাল হো‌সে‌নে ছে‌লে ফারুক হো‌সেন (২২)।

বৃহস্পতিবার (২৭ জুলাই) ভো‌রে মা‌টিরাঙ্গা পৌরসভার কা‌জিপাড়া এলাকায় তা‌দের আটক করা হয়।

পু‌লিশ সূ‌ত্রে জানা যায়, চট্টগ্রাম নেওয়ার উ‌দ্দে‌শ্যে উপ‌জেলার আমতলী ও রা‌মশিরা হ‌তে মা‌টিরাঙ্গায় চট্টগ্রাম ‌লোকাল বাসস্ট্যান্ডে যাওয়ার সময় ,পোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে এস আই মাসুদ আলম পা‌টোয়ারী ও এ এস আই কামরুল আ‌রে‌ফিন চৌধুরী অ‌ভিযান প‌রিচালনা ক‌রে মোটর সাই‌কেলসহ তা‌দের আটক ক‌রে। মোটরসাই‌কেল থানা হেফাজ‌তে র‌য়ে‌ছে।

এ সময় প্রাথ‌মিক জিজ্ঞাসাবা‌দে দীর্ঘদিন ধ‌রে চট্টগ্রামসহ দে‌শের ‌বি‌ভিন্ন এলাকায় গাঁজা সরবরাহ ক‌রে আস‌ছে ব‌লে আটককৃতরা স্বীকার ক‌রে‌ছে।

মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ মো. জাকা‌রিয়া ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, আটককৃত মাদক ব‌্যবসায়ীদর বিরু‌দ্ধে পরবর্তী পদ‌ক্ষেপ গ্রহ‌নে আই‌নি কার্যক্রম প্রক্রিয়া‌ধিন র‌য়ে‌ছে। যে কোন অপরাধ প্রবনতা রোধে মা‌টিরাঙ্গা থানা পু‌লিশ তৎপর র‌য়ে‌ছে‌।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *