Home সারাদেশ দুই বাসের পাল্লাপাল্লিতে চাপা পড়ে হেলপার নিহত
Ogos ৬, ২০২৩

দুই বাসের পাল্লাপাল্লিতে চাপা পড়ে হেলপার নিহত

রাজধানীর মিরপুরে পাল্লাপাল্লির সময় দুই বাসের মাঝে চাপা পড়ে নিহত হয়েছে কিশোর হেলপার। আজ রোববার সকাল আটটার দিকে মিরপুর-১ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জিসান (১৭) আবদুল্লাহপুর-মোহাম্মদপুর রুটে পরিস্থান পরিবহনের বাসের হেলপার। তার গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার জয়া গ্রামে। মো. মনির হোসেনের ছেলে জিসান পরিবারের সঙ্গে মিরপুর শেওড়াপাড়া এলাকায় থাকত।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের জানান, এ ঘটনায় পরিস্থান ও প্রজাপতি পরিবহনের বাস দুটি জব্দ করা হয়েছে। দুই বাসের চালককে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গুরুতর আহত অবস্থায় জিসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থান পরিবহনের বাসটি আবদুল্লাহপুর থেকে মোহাম্মদপুরে যাচ্ছিল। বাসটি মিরপুর ১ নম্বরে দাঁড়িয়ে যাত্রী ওঠাচ্ছিল। এ সময় প্রজাপতি পরিবহনের একটি বাস পাশাপাশি এলে পরিস্থান বাসটি চলতে শুরু করে। জিসান বাসে ওঠার সময় প্রজাপতি ও পরিস্থান বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, জিসানের মরদেহ মর্গে রাখা হয়েছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *