Home জেলা রাজনীতি ‘বেয়াদব’ আখ্যা দিয়ে জিব ছিঁড়ে ফেলার হুমকি নিক্সনের, শামা বললেন ‘ভয় পাই না’
Ogos ১, ২০২৩

‘বেয়াদব’ আখ্যা দিয়ে জিব ছিঁড়ে ফেলার হুমকি নিক্সনের, শামা বললেন ‘ভয় পাই না’

ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের সম্মেলনে বক্তব্য দেন সংসদ সদস্য নিক্সন চৌধুরী। গতকাল সোমবার সালথা উপজেলা সদরে অবস্থিত জেলা পরিষদ মিলনায়তনে
ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের সম্মেলনে বক্তব্য দেন সংসদ সদস্য নিক্সন চৌধুরী। গতকাল সোমবার সালথা উপজেলা সদরে অবস্থিত জেলা পরিষদ মিলনায়তনে

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদকে ‘বেয়াদব’ আখ্যায়িত করে ‘জিব ছিঁড়ে ফেলার’ হুমকি দিয়েছেন যুবলীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন। গতকাল সোমবার রাতে ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের সম্মেলনে তিনি বলেন, ‘আপনি (শামা) সাবধান হয়ে যান। ভবিষ্যতে যদি নেত্রীকে (শেখ হাসিনা) নিয়ে বেয়াদবি বক্তব্য দেন, দক্ষিণবঙ্গে আপনাকে অবাঞ্চিত ঘোষণা করা হবে।’

মজিবুর রহমান ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর–৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য। শামা ওবায়েদ নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর–২ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।

নিক্সন চৌধুরীর বক্তব্যের প্রতিক্রিয়ায় শামা ওবায়েদ প্রথম আলোকে বলেন, ‘নিক্সন চৌধুরীর অকথ্য ভাষায় শামা ওবায়েদ ভয় পায় না। গণতন্ত্রের স্বার্থে যতবার হুংকার ছাড়তে হয়, ততবার হুংকার ছেড়ে যাব। এ রকম কুরুচিপূর্ণ কথাবার্তা আমার পছন্দ নয়।’

মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন
মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনছবি: সংগৃহীত

গতকাল রাতে সালথা উপজেলা সদরে অবস্থিত জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উপজেলা যুবলীগের সম্মেলনে সম্মানিত অতিথি ছিলেন নিক্সন চৌধুরী। সেখানে বক্তব্য দেওয়ার একপর্যায়ে তিনি বলেন, ‘বুকটা ফাইট্টা যায়, দুই–তিন দিন আগে দেখলাম, পল্টনের সমাবেশে দাঁড়াইয়া আমাদেরই আপা, নগরকান্দার আপা যেইভাবে চিৎকার দিচ্ছেন, বাবারে বাবা। ওনার ঝাড়ি–ধমক আর চিৎকার দেইখা আমার দুলাভাইয়ের জন্য দুঃখ হচ্ছে। এই খেঁচুনি খাইলে দুলাভাই থাকে কীভাবে। দুলাভাইয়ের জন্য সবাই দোয়া কইরেন, যেন ওনার সঙ্গে ঘর করতে পারেন।’

নিক্সন চৌধুরী বলেন, ‘ওনার (শামা) উদ্দেশে বলব, যতটুক যোগ্যতা, ততটুক নিয়া কথা বলেন। আপনার বক্তব্যে দেখলাম, শামা ওবায়েদ আপা, আপনি আমার নেত্রীকে তুই-তামাক্কা করছেন। আপনার পিতারও কিন্তু এই সাহস ছিল না, উনি (ওবায়দুর রহমান) একজন রাজনীতিবিদ ছিলেন।’

শামাকে সতর্ক করে নিক্সন চৌধুরী বলেন, ‘আপনি সাবধান হয়ে যান, ভবিষ্যতে যদি নেত্রীকে নিয়ে বেয়াদবি বক্তব্য দেন, দক্ষিণবঙ্গে আপনাকে অবাঞ্চিত ঘোষণা করা হবে। বেয়াদব, এমন একটা বেয়াদব আবার ইলেকশন (নির্বাচন) করবে। আমরা লাবু মামাকে (ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী) বলব, আপনার আগামী জাতীয় নির্বাচনে ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসনের জনগণ আপনার সঙ্গে আছি। আগামী জাতীয় নির্বাচনে এই বেয়াদবকে শিক্ষা দেওয়ার জন্য আমরা আপনার সঙ্গে থাকব। আগামীতে যদি আমার নেত্রীকে এই বেয়াদব তুই-তামাক্কা কইরা কথা বলে, তার জিব টাইনা আমরা ছিঁড়া ফেলব।’

ফরিদপুর জয় করেছি, দক্ষিণবঙ্গ নিয়ে খেলব, সারা দেশ জয় করব: নিক্সন চৌধুরী

ভাঙ্গায় জনসভায় বক্তব্য দিচ্ছেন ফরিদপুর-৪ (ভাঙ্গা-চরভদ্রাসন-সদরপুর) আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী। শুক্রবার বিকেলে উপজেলার গঙ্গাধরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে

এ সময় নিক্সন চৌধুরী সমবেত নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা আছেন না আমার সঙ্গে?’ নেতা-কর্মীরা ‘আছি আছি’ বলে সমর্থন জানান।

সম্মেলন উদ্বোধন করেন ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান। উপজেলা যুবলীগের সভাপতি মো. খায়রুজ্জামানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে আরও বক্তব্য দেন, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল ও সাংগঠনিক সম্পাদক আবু মুনির মো. শহীদুল হক।

সম্মেলনে সভাপতি প্রার্থী ছিলেন ৬ জন এবং সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন ১১ জন। নতুন কমিটি ঘোষণা ছাড়াই রাত সাড়ে ৮টার দিকে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রতিক্রিয়ায় যা বললেন শামা ওবায়েদ

শামা ওবায়েদ
শামা ওবায়েদ ছবি: সংগৃহীত

নিক্সন চৌধুরীর বক্তব্যের প্রতিক্রিয়ায় শামা ওবায়েদ আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে বলেন, ‘ওনার (নিক্সন চৌধুরীর) প্রার্থী যখন জেলা পরিষদ নির্বাচনে দাঁড়ান, তাঁর পক্ষে তদবির করতে উনি শামা ওবায়েদকে ফোন দেন। ওনার নির্বাচনের সময় উনি আমাকে ফোন করছেন। এ ধরনের কুরুচিপূর্ণ ভাষা শুধু দল ও নেত্রীকে খুশি করার জন্য দিয়েছেন।’

শামা ওবায়েদ বলেন, ‘নিক্সন চৌধুরী যে ধরনের ভাষা ব্যবহার করেন, শামা ওবায়েদ তা আশা করে না। বেয়াদব কে বাংলাদেশে, কোন দল বেয়াদব, সে কথা বাংলাদেশের মানুষ ভালোভাবে জানে।’

দক্ষিণবঙ্গে শামা ওবায়েদকে অবাঞ্ছিত ঘোষণা করার নিক্সন চৌধুরী কে, প্রশ্ন রেখে শামা বলেন, ‘দক্ষিণবঙ্গে ১৯৭১ সালে আমার বাবা মুক্তিযুদ্ধ সংঘঠিত করেছিলেন। তিনি এ দেশের গণতন্ত্রের স্বার্থে, এ দেশের স্বার্থে, স্বাধীনতা রক্ষার স্বার্থে, এ দেশের মানুষের ভোটাধিকার রক্ষার স্বার্থে, বহুবার হুংকার ছেড়েছেন। ওনার সন্তান হিসেবে এ দেশের গণতন্ত্র রক্ষার জন্য শুধু একবার কেন, যদি এক শ বার হুংকার ছাড়তে হয়, শামা ওবায়েদ সেটা ছাড়বে।’

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *