Home সারাদেশ রাজবাড়ী এসপি কে অশ্রুসিক্ত বিদায়
জুলাai ৩১, ২০২৩

রাজবাড়ী এসপি কে অশ্রুসিক্ত বিদায়

অশ্রুসিক্ত নয়নে কাঁদিয়ে এবং কেঁদে বিদায় নিলেন জনাব এম এম শাকিলুজ্জামান, পুলিশ সুপার, রাজবাড়ী মহোদয়।

রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এম এম শাকিলুজ্জামান মহোদয়ের বদলিজনিত বিদায় উপলক্ষ্যে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
একই সাথে পুলিশ সুপারের সহধর্মিণী ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) রাজবাড়ী এর সভানেত্রী জনাব তামান্নুর মোস্তারী মহোদয়কেও বিদায় সংবর্ধনা দেয়া হয় । বদলী জনিত বিদায়ে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথিবৃন্দ। জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে সকল পদবীর পুলিশ সদস্যদের স্মৃতিচারণে বিদায়ী অতিথির সফল কর্মময় জীবন ফুটে উঠে । সহকর্মীরা বিদায়ী অতিথির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। জেলা পুলিশ রাজবাড়ীর সকল সদস্যের প্রতি যে ভালবাসা, সহমর্মিতা দেখিয়েছেন তা অনুষ্ঠানে উপস্থিত সবাই উল্লেখ করেন। পাশাপাশি দুই বছর সাত মাস কর্মকালীন সময়ের স্মৃতিচারণ করেন অনেকেই। এসময় পুলিশ লাইন্স ড্রিল শেডে এক শোকাবহ পরিবেশ তৈরি হয়। বিদায়ী অতিথি সবাইকে ধন্যবাদ জানান এবং তার ও তার পরিবারের জন্য দোয়া প্রার্থনা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে পুনাক, রাজবাড়ীর নেত্রীবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলা পুলিশের সকল পদবীর পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে পুলিশ সুপার মহোদয়কে ফুল সজ্জিত গাড়িতে করে অফিসার ফোর্স মিলে রশি দিয়ে টেনে পুলিশ সুপারের কার্যালয় থেকে বিদায় জানান।
রাজবাড়ী জেলার বিচার বিভাগ ও জেলা প্রশাসক আলাদাভাবে পুলিশ সুপার মহোদয়কে বিদায় জানান। এছাড়া রাজবাড়ী জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিদায়ী পুলিশ সুপার মহোদয়কে বিদায়ী শুভেচ্ছা জানান।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *