শান্তি সমাবেশ থেকে ফেরার পথে গুলিস্তানে সংঘর্ষে নিহত ১
রাজধানীর গুলিস্তানের গোলাপ শাহ মাজারের সামনে শান্তি সমাবেশ শেষে দুই গ্রুপের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক নিহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর। এতে আহত হয়েছেন অন্তত ৪ জন।
তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আজ শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে গুলিস্তানে গোলাপ শাহ মাজারের পশ্চিম পাশের সড়কে এই ঘটনা ঘটে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সালাউদ্দিন সাংবাদিকদের এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষে মারাত্মকভাবে আহত একজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ওই যুবকের বাম পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বাকি চারজনের অবস্থাও গুরুতর।