Home জেলা রাজনীতি আওয়ামী লীগ বহুদলীয় গণতন্ত্র নষ্ট করেছে: রেজা কিবরিয়া
জুলাai ২৮, ২০২৩

আওয়ামী লীগ বহুদলীয় গণতন্ত্র নষ্ট করেছে: রেজা কিবরিয়া

আওয়ামী লীগ দেশে বহুদলীয় গণতন্ত্র নষ্ট করেছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের একাংশের আহ্বায়ক রেজা কিবরিয়া। আজ শুক্রবার বিকেলে রাজধানীর প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রেজা কিবরিয়া বলেন, বিএনপি দুইবার বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনতে কাজ করেছে। জিয়াউর রহমান তাঁর উদারতা দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে আওয়ামী লীগকে সুযোগ দিয়েছিলেন। তারা আসলে সে জন্য উপযোগী নয়। আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। হিরো আলমের ওপর আক্রমণের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে।

অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্যসচিব ফারুক হাসান বলেন, ‘বিএনপিসহ ৩৭টি বিরোধী দলের শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চলছে। তারই অংশ হিসেবে আমরা এই সমাবেশে যুক্ত হয়েছি।’

যুগ্ম সদস্যসচিব মোহাম্মদ আতাউল্লাহর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক অধ্যাপক ড. আবদুল মালেক ফরাজী, যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার জীশান মহসিন, মেজর (অব.) আমীন আহমেদ আফসারী, অধ্যাপক মাহবুব হোসেন, সাদ্দাম হোসেন, সহকারী আহ্বায়ক সাকিব হোসাইন, যুগ্ম সদস্যসচিব তারেক রহমান, সহকারী সদস্যসচিব শেখ খায়রুল কবির প্রমুখ।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *