ডা. জাফরুল্লাহ চৌধুরীর বাসায় এডিসের লার্ভা, ছেলেকে জরিমানা
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি প্রয়াত ডা. জাফরুল্লাহর চৌধুরীর বাসায় এডিস মশার লার্ভা পাওয়ায় তাঁর ছেলে বারীষ হাসান চৌধুরীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
ধানমন্ডি ৯/এ এলাকার ৫১ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরীর ‘বৈভ্রাজ’ নামক বাসভবনটি। আজ বুধবার করপোরেশনের অঞ্চল-১–এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক অভিযান পরিচালনাকালে বাড়ির ছাদে ও চারপাশে মশার লার্ভা পান।
জনসংযোগ শাখা আরও জানায়, এ ছাড়া আজ করপোরেশনের আওতাধীন খিলগাঁও, মায়াকানন, ঝাউচর, হাজারীবাগ, ঝিগাতলা, টিকাটুলি, পশ্চিম নন্দীপাড়া, উত্তর মান্ডা, কাজীরগাঁও, কুতুবখালী, মেরাজনগর ও জিয়া সরণি এলাকায় আরও ৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এডিস মশার লার্ভা পাওয়ায় আজ ১০টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সর্বমোট ৫৩৮টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ১৩টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় মোট ২ লাখ ৮৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আজিমপুর কবরস্থানসহ করপোরেশনের নিয়ন্ত্রণাধীন তিনটি কবরস্থানে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশকনিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
আজ প্রথমবারের মতো আজিমপুর কবরস্থানের ভেতরের সব আগাছাসহ ময়লা-আবর্জনা পরিষ্কার ও মশকনিধনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অঞ্চল-৩–এর ১২টি ওয়ার্ডের ৯৫০ জন পরিচ্ছন্নতাকর্মী ও শতাধিক মশককর্মী বিশেষ এই কার্যক্রমে অংশ নেন।
এ ছাড়া আজ খিলগাঁও কবরস্থানে এবং গতকাল জুরাইন কবরস্থানে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশকনিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশকনিধন কার্যক্রমে অঞ্চল-৩–এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বাবর আলী মীর, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী, অঞ্চল-২–এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সোয়ে মেন জো, ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মাহবুবুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।