Home জেলা রাজনীতি বিএনপি সংসদ নির্বাচন ভন্ডুল করার পাঁয়তারা করছে: ওবায়দুল কাদের
জুলাai ২৬, ২০২৩

বিএনপি সংসদ নির্বাচন ভন্ডুল করার পাঁয়তারা করছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরফাইল ছবি

আন্দোলনের নামে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচন ভন্ডুল করার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আন্দোলনের নামে কোনো ধরনের সন্ত্রাস ও সহিংসতা সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ তা মোকাবিলা করবে। কোনোভাবে শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট হলে এবং জননিরাপত্তার বিঘ্ন ঘটলে তার দায়ভার বিএনপিকে নিতে হবে।

আওয়ামী লীগের দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে আজ বুধবার এসব কথা বলেন সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। তবে বিএনপি মহাসচিবের কোন বক্তব্যের বিরোধিতা করা হচ্ছে, তা উল্লেখ করা হয়নি।

বিএনপি এ দেশের গণতন্ত্র নস্যাৎ করেছে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাষ্ট্র পরিচালনার নামে দুর্নীতি ও দুঃশাসনের রাজত্ব কায়েম করেছিল বিএনপি। বিচার বিভাগকে দলীয় কার্যালয়ের আঙিনায় রূপান্তরিত করেছিল তারা। সেই বিএনপির মুখে আজ গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের কথা ভূতের মুখে রাম নাম ছাড়া আর কিছুই নয়। বাংলাদেশের গণতন্ত্র হত্যাকারী বিএনপির নেতারা গণতন্ত্রের মুখোশ পরে জনগণের সামনে দাঁড়াচ্ছেন। মুখোশের আড়ালের মুখগুলোকে জনগণ ভালোভাবেই চেনে। তাই বিএনপির কোনো আহ্বানে জনগণ সাড়া দেয়নি এবং আগামীতেও তারা জনগণের কোনো সমর্থন পাবে না।

২০১৪ সালের একতরফা নির্বাচনের সময় বিএনপির জ্বালাও-পোড়াওয়ের কথাও তুলে ধরা হয় বিবৃতিতে। তিনি বলেন, ‘আমরা বিএনপিকে এ ষড়যন্ত্র, অপকৌশল থেকে ফিরে এসে নির্বাচনের মাধ্যমে জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান জানাই।’

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *