রামগড় আশ্রয়ণ প্রকল্পে চারা বিতরণ
তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ রামগড়ের হক টিলায় আশ্রয়ণ-২ প্রকল্পের উপকারভাগী পরিবারের মাঝে আজ সকালে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের বিভিন্ন প্রকারের চারা বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রামগড় চারাগুলো বিতরণ করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাশ, ওয়ার্ড কমিশনার আব্দুল হক, পিআইও নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তাবৃন্দ, সরকারি-বেসরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।