দীঘি
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। তিনি অভিনয়ের পাশাপাশি টিকটক, রিল ভিডিও করেন। এ নিয়ে প্রায়ই কটাক্ষের শিকার হন দীঘি। তবে এবার এ বিষয়ে মুখ খুললেন এই অভিনেত্রী।
দীঘি বলেন, বাংলাদেশের নায়িকাদের মধ্যে আমিই শুধু টিকটক করি না, অনেক নায়িকা করেন; কিন্তু আমি জানি না, শুধু আমাকেই কেন টিকটক বিষয়ে প্রশ্ন করা হয়। তাদের কেন প্রশ্ন করা হয় না? ঘুরে ফিরে আমাকেই বলা হয় এবং বারবার জিজ্ঞেস করা হয়, আমি কেন টিকটক করছি, আমার ইমেজ নষ্ট হচ্ছে? নায়িকাদের এটা মানায় না।
তিনি আরও বলেন, সত্যি কথা বলতে বর্তমানে টিকটক করছি না। তার কারণ হচ্ছে, আমার হাতে এত সময় নেই। টিকটক করার জন্য আলাদা সাজব, ক্যামেরার সামনে দাঁড়াব এ সময় নেই।
এরপরও যারা আমার সমালোচনা করেন তাদের উদ্দেশে বলব— আমাকে যারা ফলো করেন, তারা নিশ্চয়ই বুঝবেন আমি কতটা ব্যস্ত সময় পার করি। এখন হাতে আমার টিকটক করার মতো সময় নেই। পড়াশোনা ও কাজ নিয়ে প্রচুর ব্যস্ত। আশা করি টিকটক ইস্যুতে আমাকে ভুল বুঝবেন না।