Home বিশ্ব এরদোগানের সঙ্গে বৈঠক করতে একই সপ্তাহে তুরস্কে যাবেন ইসরাইল ও ফিলিস্তিনের রাষ্ট্রপ্রধান
জুলাai ২২, ২০২৩

এরদোগানের সঙ্গে বৈঠক করতে একই সপ্তাহে তুরস্কে যাবেন ইসরাইল ও ফিলিস্তিনের রাষ্ট্রপ্রধান

তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, তুর্কী প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান একই সপ্তাহে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে তার দেশে স্বাগত জানাবেন। ২৫ জুলাই মাহমুদ আব্বাসের তুরষ্ক সফরের পরপরই ২৮ জুলাই সেখানে যাবেন নেতানিয়াহু।

বিবৃতিতে বলা হয়, আলোচনায় থাকবে তুরস্ক-ফিলিস্তিন সম্পর্ক, ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের সর্বশেষ পরিস্থিতিসহ অন্যান্য প্রাসঙ্গিক আন্তর্জাতিক বিষয়াবলি।

ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয়ও নেতানিয়াহুর তুরস্ক সফরের তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। ২০০৮ সালে এহুদ ওলমার্টের পর এই প্রথম কোনো ইসরাইলি প্রধানমন্ত্রী তুরস্ক সফরে যাচ্ছেন।

তুরস্কের এই কূটনৈতিক তৎপরতা এমন এক সময়ে এলো যখন অধিকৃত পশ্চিম তীরে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে খারাপ সহিংসতার কারণে ইসরাইল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে।

চলতি বছরের এপ্রিল মাসে জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর হামলা ও এর জেরে সংঘর্ষ শুরু হয়েছিল। সেসময় ইসরাইলি পুলিশ পবিত্র এই স্থানের ভেতরে ফিলিস্তিনিদের সঙ্গে লড়াইয়ে লিপ্ত হয়েছিল।

এই ঘটনায় ইসরাইল ‘রেড লাইন’ অতিক্রম করেছে বলে সেসময় হুঁশিয়ারি দিয়েছিলেন প্রেসিডেন্ট এরদোগান।

তুরস্ক-ইসরাইলের মধ্যে বেশ কয়েক বছর ধরে উত্তেজনাপূর্ণ সম্পর্ক ছিল। গত বছরের আগস্টে তারা পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালুর ঘোষণা দেয়।

গত এক বছরে তুরস্ক-ইসরাইলের মধ্যকার সম্পর্কের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এ সময় ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগসহ বেশ কয়েকজন উচ্চপর্যায়ের কর্মকর্তা তুরস্ক সফর করেছেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *