Home জেলা রাজনীতি আজ রাজধানীতে বিএনপির তারুণ্যের সমাবেশ, আসছে আন্দোলনের নতুন রূপরেখা
জুলাai ২২, ২০২৩

আজ রাজধানীতে বিএনপির তারুণ্যের সমাবেশ, আসছে আন্দোলনের নতুন রূপরেখা

ভোট ও চাকরি থেকে বঞ্চিত তরুণদের নিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ করবে বিএনপির তিন সহযোগী সংগঠন।

আজ শনিবার দুপুর ২টায়  ‘দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশের’ আয়োজন করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল। ঢাকা, কুমিলা, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের তরুণরা এই সমাবেশে অংশ নিবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

তারুণ্যের এ সমাবেশে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও বিশেষ বক্তা ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন থাকবেন।

উল্লেখ্য, বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তরুণ ভোটারদের অংশ নেয়ার জন্য উজ্জীবিত করতেই দেশের ছয় বিভাগে এই কর্মসূচি পালনের ঘোষণা দেয় দলটির তিন অঙ্গ সহযোগী সংগঠন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *