Home সারাদেশ গীতা দান করেন সনাতন ছাত্র -যুব পরিষদ খাগড়াছড়ি
জুলাai ২২, ২০২৩

গীতা দান করেন সনাতন ছাত্র -যুব পরিষদ খাগড়াছড়ি

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ সনাতন ছাত্র-যুব পরিষদ খাগড়াছড়ি সদর উপজেলা পরিচালিত শ্রী গীতা ও নৈতিক শিক্ষালয়ের শিক্ষার্থীদের শিক্ষার পথ সুগম করতে আজ গীতা দান করেন সনাতন ছাত্র-যুব পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমানে স্থায়ী কমিটির সম্মানিত সদস‍্য শ্রী রণজিৎ দে। শিক্ষার্থীরা গীতা ও নৈতিক শিক্ষায় শিক্ষিত এবং সনাতন ছাত্র যুব পরিষদ এর আদর্শে অনুপ্রাণিত হয়ে উজ্জ্বল সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব‍্যক্ত করেন।
এসময় সনাতন ছাত্র যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী স্বপন ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক শ্রী লিটন ভট্টাচার্য্য রানা, খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সভাপতি শ্রী নয়ন আচার্য, সাধারণ সম্পাদক শ্রী তুষার আচার্য,  প্রচার সম্পাদক শ্রী পল্লব সেন পুলক উপস্থিত ছিলেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *