Home সারাদেশ শ্রেষ্ঠ প্রশিক্ষক নির্বাচিত হয়েছে জহিরুল ইসলাম।
জুলাai ১৮, ২০২৩

শ্রেষ্ঠ প্রশিক্ষক নির্বাচিত হয়েছে জহিরুল ইসলাম।

সোহেল রানা চৌধুরী ::

সম্ভাবনাময় ভবিষ্যৎ বিনির্মাণে শিক্ষক, প্রশিক্ষক ও যুবশক্তির দক্ষতা উন্নয়ন”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে সেইভ প্রকল্পের মাধ্যমে বিশ্ব যুব দক্ষতা দিবস রাজবাড়ীতে পালন করা হয়েছে।

 

এ উপলক্ষে  রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজনে শ্রেষ্ঠ প্রশিক্ষক সম্মাননা প্রদান করা হয়েছে। প্রথমবারের মত শ্রেষ্ঠ প্রশিক্ষক হিসেবে এই সম্মাননা পেয়েছেন, রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অতিথি প্রশিক্ষক (মটর, ড্রাইভিং উইথ ব্যাসিক মেইনটেন্যান্স) মোঃ জহুরুল ইসলাম।

 

রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নুর অতএব আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আওয়ামীলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলী। পরে মোঃ জহুরুল ইসলামের হাতে শ্রেষ্ঠ প্রশিক্ষকের সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অতিথিরা।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *