Home সারাদেশ পিরোজপুরে বিএনপি-পুলিশ ধস্তাধস্তি, আহত ২৫
জুলাai ১৮, ২০২৩

পিরোজপুরে বিএনপি-পুলিশ ধস্তাধস্তি, আহত ২৫

পিরোজপুর জেলা বিএনপির পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও লাঠিচার্জে বিএনপির অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। মঙ্গলবার বেলা ১১টার দিকে পিরোজপুর-হুলারহাট সড়কে ফায়ার সার্ভিসের সামনে সংঘর্ষের এ ঘটনা ঘটে। জানা গেছে, বিএনপির পদযাত্রা শহরের ফায়ার সার্ভিস অফিসের সামনে থেকে বেকুটিয়া সেতুর দিকে যেতে দেওয়া হয়নি। পুলিশের বাধার মুখে পড়ায় নেতাকর্মীরা পিরোজপুর-হুলারহাট সড়কের ফায়ার সার্ভিসের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করে ও স্লোগান দেন। এ সময় পুলিশ তাদের ব্যানার ফেস্টুন ছিনিয়ে নেয় এবং ধস্তাধস্তি হয় বলে অভিযোগ করেন জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন।

তিনি জানান, এ সময় পুলিশ নেতাকর্মীদের বাধা দেয় এবং লাঠিসোটা দিয়ে আঘাত করলে অন্তত ২৫ জন নেতাকর্মী আহত হন। এদের মধ্যে রাহাত সেখ, জাকির হোসেন ও মনির হোসেনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান আলমগীর হোসেন। বাকিদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা চলছে।

মঙ্গলবার বেলা ১১টা থেকে প্রায় দেড় ঘণ্টা পর্যন্ত পিরোজপুর-হুলারহাট সড়ক অবরুদ্ধ থাকে এবং অসংখ্য যানবাহন বন্ধ থাকে।

পরে ফায়ার সার্ভিসের সামনে সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- দলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, আব্দুস সালাম বাতেন ও শেখ রিয়াজ আহম্মেদ রানাসহ নেতারা।

 

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *