Home দুর্ণীতি দু-এক দিনের মধ্যে সাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি
জুলাai ১৮, ২০২৩

দু-এক দিনের মধ্যে সাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি

আষাঢ় শেষে শ্রাবণের আজ তিন দিন। মাঝেমধ্যে শ্রাবণের মেঘ আকাশ কালো করলেও দেশে বৃষ্টিপাত একেবারে কমে এসেছে।

মঙ্গলবার (১৮ জুলাই) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে বৃষ্টি আরও কমে দিনের তাপমাত্রা বাড়তে পারে কিছুটা। তবে আগামী দু-এক দিনের মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে।

এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, চলতি মাসে দেশে নতুন করে আর বন্যার আশঙ্কা নেই। তিস্তা, দুধকুমার, ধরলা নদীর বন্যার পানি দেশের মধ্যাঞ্চলের দিকে নিচে নেমে আসায় বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, ও টাঙ্গাইল জেলার যমুনা নদীর উপকূলবর্তী এলাকাগুলোর শাখা ও উপ-নদীগুলোর পানি বিপৎসীমার কাছাকাছি উচ্চতা দিয়ে প্রবাহিত হচ্ছে। এই সপ্তাহের শেষ দিকে যমুনা নদীর পানির উচ্চতা কমতে শুরু করবে বলে আশা করা যাচ্ছে।

এ বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জানিয়েছে, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীর পানি কমছে। ব্রহ্মপুত্র ও যমুনার পানিও কমতে শুরু করেছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *