Home দুর্ণীতি উজরা জেয়া- তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়
জুলাai ১৭, ২০২৩

উজরা জেয়া- তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের জনগণের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।

সম্প্রতি ঢাকায় সফরকালে বার্তা সংস্থা ইউএনবিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

উজরা জেয়া বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনকে সমর্থন করা। সম্ভাব্য তত্ত্বাবধায়ক সরকার বা বয়কটের প্রশ্নগুলো বাংলাদেশের জনগণের অভ্যন্তরীণ বিষয়। আমি শুধু বলতে চাই যে আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষ নিই না।

এসময় সহিংসতাকে প্রত্যাখ্যান করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করার জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

উজরা জেয়া বলেন, আমরা সব পক্ষকে সহিংসতা প্রত্যাখ্যান করে সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ, অবাধ ও ন্যায্য গণতান্ত্রিক প্রক্রিয়া সমর্থন করার জন্য আহ্বান জানাতে চাই। আসুন আমরা বাংলাদেশের জনগণকে তাদের সিদ্ধান্ত নিতে দিই।

ভিসানীতি সম্পর্কে যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত অঙ্গীকারকে সমর্থন করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের আলোচনায় এটি খুব ইতিবাচকভাবে এসেছে।

র‌্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে উজরা জেয়া বলেন, প্রকৃতপক্ষে, এই নিষেধাজ্ঞা আরোপের পর থেকে আমরা বিচারবহির্ভূত হত্যা ও জোরপূর্বক গুমের ঘটনা হ্রাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি দেখেছি।

এসময় যুক্তরাষ্ট্র গণতন্ত্র ও মানবাধিকারের ক্ষেত্রেও বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বলে উল্লেখ করেন মার্কিন আন্ডার সেক্রেটারি।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *