Home রাজনীতি বুড়িগঙ্গায় ওয়াটার বাসডুবি: উদ্ধার ৪ লাশ
জুলাai ১৬, ২০২৩

বুড়িগঙ্গায় ওয়াটার বাসডুবি: উদ্ধার ৪ লাশ

জধানীর সদরঘাটের তেলঘাট এলাকায় ডুবে যাওয়া ওয়াটার বাসের চার যাত্রীর লাশ উদ্ধার হয়েছে। রোববার ওয়াটার বাসটি ডুবে যাওয়ার দুই ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে এসব লাশ উদ্ধার হয়।

সদরঘাট নৌ থানার এসআই হাসান মারুফ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, উদ্ধার লাশের দুজন পুরুষ, একজন নারী এবং একজন শিশু।

জানা যায়, হঠাৎ বালুবোঝাই একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ওয়াটার বাসটি ডুবে যায়। বিআইডব্লিউটিসির ওয়াটার বাসটি সদরঘাটের ওপারে কেরানীগঞ্জের তেলঘাট থেকে শ্যামবাজারের পাশে লালকুঠি ঘাটে আসছিল।

নৌ পুলিশের এসপি (ঢাকা বিভাগ) গৌতম কুমার বিশ্বাস জানান, রাত সাড়ে ৮টার দিকে একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগার পর এটি ডুবে যায় বলে জানান এসআই মারুফ। ওই ওয়াটার বাসে অর্ধশতের মতো যাত্রী ছিলেন। যাত্রীদের অধিকাংশই সাঁতরে কূলে উঠতে পেরেছিল।

দুর্ঘটনার খবর পেয়েই ফায়ার সাভিসের ডুবুরিরা উদ্ধার অভিযানে নামে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বাহিনীর সদরঘাট নৌ ফায়ার স্টেশনের দুটি এবং সিদ্দিক বাজারের একটি ইউনিট ডুবুরিসহ কাজ করছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *