Home খেলা ম্যাচ জয়ের পর যা বললেন হৃদয়
জুলাai ১৫, ২০২৩

ম্যাচ জয়ের পর যা বললেন হৃদয়

সিলেট স্টেডিয়ামে শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে যাদের অবদান স্মরণ করার মতো তাদের মধ্যে অন্যতম হচ্ছেন তাওহীদ হৃদয়। শামীম হোসেন ও তাওহীদ হৃদয়ের হাত ধরে জয় পেয়েছেন টাইগাররা। যুব বিশ্বকাপজয়ী এই দুই ক্রিকেটারের ৪৩ বলে ৭৩ রানের জুটিতে ভর করে ২ উইকেটের জয় পায় বাংলাদেশ দল। শামীম ৩৩ রানে ফিরলেও, ৪৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন হৃদয়। ম্যাচের টার্নিং সময়ে ৪ উইকেট হারানোর পর শামীমের সঙ্গে ব্যাটিংয়ের শুরুতে কী কথা হয়েছিল হৃদয়ের। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এসে অবশ্য সেই প্রশ্নের উত্তরে এই ব্যাটার বলছিলেন, শামীমকে একটি কথাই বলেছিলাম— এ রকম ম্যাচ আমরা অনেক জিতিয়েছি। হতে পারে সেটি ঘরোয়াতে। যেহেতু আমরা মিডল অর্ডারে ব্যাট করি, এ রকম পরিস্থিতির মুখোমুখি হয়েছি অনেক। ওকে এটিই বলেছিলাম যে, একটি-দুটি ওভারে মোমেন্টাম আনতে পারলেই খেলাটা ঘুরে যাবে। আমরা সেটিই করতে পেরেছি। মাঝে দুটি ওভারেই মোমেন্টাম বদলে গেছে।

আমরা ইতিবাচক থাকার চেষ্টা করেছি এবং সবসময় একটা ব্যাপার মাথায় ছিল যে, পরিস্থিতি যেমনই আসুক, পরিস্থিতির দাবি অনুযায়ী আমরা কাজ করব বলে যোগ করেন হৃদয়।

হৃদয়ের কাছে এমন ম্যাচে জয় পাওয়াটাই বড় বিষয়। কেননা, খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ে। কোন দল কার বিপক্ষে খেলে সেটি বড় বিষয় নয়; এ ধরনের ম্যাচ যার সঙ্গেই জিতি না কেন, আত্মবিশ্বাস প্রতিটি খেলোয়াড়কেই দেবে। কারণ এ রকম ম্যাচ কমই হয়। আমি যেহেতু ছিলাম, এ রকম জায়গা থেকে ম্যাচ শেষ করে আসতে পেরেও অনেক ভালো লাগছে। কারণ এ রকম পরিস্থিতি সবসময় আসে না। যখন এ রকম সুযোগ আসে, তখন এটা শেষ করতে পারার লক্ষ্য প্রতিটি ব্যাটসম্যানের থাকে। সেটি করতে পেরে ভালো লাগছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *