ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান
আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় শহর ফয়জাবাদে শুক্রবার রাতে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের আঘাত হেনেছে। তবে এতে এখন পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। শনিবার ভারতের ভূতত্ত্ব গবেষণা বিষয়ক রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার রাত ১২টা ৪৯ মিনিটে ফয়জাবাদের দক্ষিণ ও দক্ষিণপূর্বাঞ্চলে ভূমির ২১৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
এর আগে গত ২৬ জুন ভূমিকম্প হয়েছিল ফয়জাবাদে। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ২।