Home অপরাধ শ্রমিক নেতা শহিদ হত্যায় জড়িত বাবুল কক্সবাজারে আটক
জুলাai ১৪, ২০২৩

শ্রমিক নেতা শহিদ হত্যায় জড়িত বাবুল কক্সবাজারে আটক

গাজীপুরের শ্রমিক লীগ নেতা শহিদুল ইসলাম শহিদ হত্যা মামলার অন্যতম আসামি আকাশ আহমেদ বাবুলকে (৪৩) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।

শুক্রবার (১৪ জুলাই) ভোর রাতে তাকে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫ উপ অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক।

গ্রেপ্তারকৃত বাবুল টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার বটটেকি এলাকার সিদ্দীকুর রহমানের ছেলে।

র‍্যাব-১৫ উপ অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক বলেন, গত ২১ জুন গাজীপুরের টঙ্গী সাতাইশ এলাকায় একটি গার্মেন্টস কোম্পানিতে শ্রমিকদের বেতন বোনাস নিয়ে কথা বলতে যান নিহত শহিদুল ইসলাম শহিদ। সেখান থেকে ফেরার পথে গ্রেপ্তারকৃত আকাশসহ সংঘবদ্ধ ১২/১৩ জন দুর্বৃত্ত তাকে উপর্যুপুরি আঘাত করে। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় ৬ জনকে এজাহারভুক্ত করে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়। যেখানে দুই নাম্বার আসামি করা হয় বাবুলকে। তারপর থেকে ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। তারই অংশ হিসেবে শুক্রবার ভোর রাতে কক্সবাজারের কলাতলীর হোটেল-মোটেল জোনে অভিযান চালিয়ে আসামি আকাশ আহমেদ বাবুলকে গ্রেপ্তার করা হয়।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *