হাতিয়ায় অব্যাহত চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী
নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিভিন্ন ইউনিয়নে চুরি-ডাকাতি বৃদ্ধি পেয়েছে। গত ২-৩ মাস যাবত অব্যাহত চুরি ডাকাতির ঘটনায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে হাতিয়ার বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার বাসিন্দাদের মাঝে। গবাদিপশু, দোকানের মালামাল, অটোরিকশা, মোবাইল, ল্যাপটপ, মোটরসাইকেল, স্বর্ণালংকারসহ কোনোকিছুই রক্ষা পাচ্ছে না। এমনকি স্প্রে করে ঘর ডাকাতির ঘটনায় মানুষের জীবন রক্ষা করাও এখন হুমকির মুখে পড়েছে। উপজেলা আইনশৃঙ্খলা কমটির সভায় এ সংক্রান্ত বারবর অভিযোগ করা হলেও কোনোভাবেই চোরের উপদ্রব না থামায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে।জানা যায়, শুক্রবার (৭ জুলাই) রাতে একসাথে ৪টি চুরির ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার ইউসুপ সোহাগ সন্ধ্যায় বাসার বাইরে চেম্বারে রোগী দেখাকালীন সময়ে হাসপাতালের ভিতরে আবাসিক ভবনের জানালার গ্রীল কেটে তার রুমের আলমারি ভেঙ্গে নগদ সত্তর হাজার টাকা ও তার ব্যবহৃত ল্যাপটপ নিয়ে যায়। তার কিছু সময় পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি মেডিকেল অফিসার সামছুদ্দিনের বাসার বেলকুনি দিয়ে ভিতরে ডুকে নগদ এক লাখ ত্রিশ হাজার টাকা লুটে নেয়।