Home বিনোদন এখনকার পরিচালকরা শুধু নামে মাত্র, শটই বুঝেন না -আবুল হায়াত
জুলাai ১৩, ২০২৩

এখনকার পরিচালকরা শুধু নামে মাত্র, শটই বুঝেন না -আবুল হায়াত

একাধারে অভিনেতা, চিত্রনাট্যকার ও পরিচালক আবুল হায়াত। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে জড়িত। প্রায় ৬০টির মত ধারাবাহিক এবং ১৫০টিরও বেশি ফিকশন বানিয়েছেন তিনি। সেই অভিনেতা-নির্মাতা এখন পর্দায় অনিয়মিত।

তাকে এখনকার সময়ের নির্মাতারা কাজে ডাকেন না বলে জানালেন বর্ষীয়ান এ অভিনেতা। গণমাধ্যমে তিনি বলেন, এখনকার পরিচালকরা আমাকে কাজে নেয় না। তারা নেয় না বলেই আমাকে অভিনয়ে দেখা যায় না। তারপরও টুকটাক কাজ করি।

আবুল হায়াতের ভাষ্যে, এখন কাজ করতে গিয়ে হতাশ হই। কারণ, একটা ক্যামেরাম্যান ঠিকমত কাজ করতে পারে না। ডিরেক্টর নামে মাত্র ডিরেক্টর। শুটিং সেটে গিয়ে তিনি কি শট নেবেন সেটা বুঝতে পারে না। কাজ জানি না তাতে দোষ নেই। কিন্তু শিখে নিয়ে আত্মবিশ্বাসী হয়ে কাজ শুরু করতে হবে। নাটক নির্মাণ হচ্ছে। তবে ভালো নাটকের চেয়ে খারাপ নাটকের সংখ্যা অনেক বেশি। এই অবস্থা থেকে উত্তরণ দরকার।

পূর্বের এবং এখনকার নাটকের পার্থক্য প্রসঙ্গে তিনি বলেন, এখন আমরা টেলিভিশন নাটক যেটা করি সেটা আমার কাছে নাটক মনে হয় না। আমরা ফিল্ম বানাই। টেলিভিশন নাটক বলতে আমরা যেটা বুঝতাম সে কাজটি আমরা এখন করি না।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *