Home বিনোদন যে কারণে বিমানবন্দরে আটকে দেওয়া হলো বলিউড অভিনেত্রীকে
জুলাai ১৩, ২০২৩

যে কারণে বিমানবন্দরে আটকে দেওয়া হলো বলিউড অভিনেত্রীকে

দ্রুত বাসা থেকে বেরিয়ে বিমানবন্দরে গিয়েও ভেতরে প্রবেশ করতে পারেননি বলিউড অভিনেত্রী মৌনী রায়। কারণ ব্যাগে পাসপোর্ট নিতে ভুলে গিয়েছিলেন তিনি। বিমানবন্দরের প্রবেশপথে কর্তব্যরত নিরাপত্তারক্ষী অভিনেত্রীর কাছে পাসপোর্ট দেখতে চাইলে ব্যাগে অনেক খুঁজেও সেটি পাননি। এ কারণেই বিমানবন্দরে আটকা পড়েন মৌনী।

বুধবার সকালে মুম্বাই বিমানবন্দরে পাসপোর্ট না থাকায় গেটে বেশ খানিকক্ষণ সময় অপেক্ষা করতে হয়েছে এই অভিনেত্রীকে।

নিরাপত্তারক্ষী স্পষ্ট তাকে জানিয়ে দেন, পাসপোর্ট না থাকলে কোনোভাবেই বিমানবন্দরে ঢোকা যাবে না। সে সাধারণ মানুষ হোক কিংবা কোনো তারকা হোক। সবার জন্য একই নিয়ম।

ঘটনাটি ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি বিমানবন্দরে উপস্থিত থাকা ফটোগ্রাফাররা। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ওই ভিডিওতে দেখা যায়, বুধবার সকাল সকাল মুম্বাই বিমানবন্দরে দেখা মিলল মৌনী রায়ের। পরনে নীল রঙের কো-অর্ড সেট, চোখে চশমা, হাতে তিন লাখের ব্যাগ। বিমানবন্দরে ঢোকা মাত্র স্বভাবসিদ্ধ ভঙ্গি হেসে কথা বলেন ফটোগ্রাফারদের সঙ্গে।

তাদের ক্যামেরার সামনে পোজও দেন। তার পরই গেটের সামনে যেতেই অন্য রূপ। ব্যাগের ভিতরে কিছু যেন তন্ন তন্ন করে খুঁজেও পেলেন না। অগত্যা বাড়ি ফিরতে হলো অভিনেত্রীকে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *