Home সারাদেশ ছাত্রকে নিপীড়ন, মাদ্রাসাশিক্ষক গ্রেফতার
জুলাai ১২, ২০২৩

ছাত্রকে নিপীড়ন, মাদ্রাসাশিক্ষক গ্রেফতার

কুমিল্লার লালমাইয়ে আল ফারহানুল ইসলামিয়া মাদ্রাসার ১২ বছরের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে সফিকুল ইসলাম ওরফে সিদ্দিকুর রহমান সাগর (২০) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের আটিটি পূর্ব বাজারের আল ফারহানুল ইসলামিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সফিকুল ইসলাম ওরফে সিদ্দিকুর রহমান সাগর কুড়িগ্রামের চিলমারী উপজেলার জোড়গাছ ইউনিয়নের বিশারপাড়া গ্রামের আমিন মিয়ার ছেলে।

অভিযোগে জানা যায়, গত কয়েক দিন ধরে ওই ছাত্রকে হুজুরের শরীর টিপে দেওয়ার কথা বলে তাকে জোরপূর্বক বলাৎকার করে অভিযুক্ত ওই মাদ্রাসাশিক্ষক। পরে ওই ছাত্র বাসায় গিয়ে তার মাকে ঘটনাটি জানায়। পরে তার মা ইউনিয়ন পরিষদে অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান এএসএম কামাল হোসেন দুলাল স্থানীয় ইউপি সদস্যদের উপস্থিতিতে প্রশাসনকে বিষয়টি অবগত করলে পুলিশ অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেফতার করে।

একই মাদ্রাসায় গত মাসে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগও রয়েছে শিক্ষকের বিরুদ্ধে। স্থানীয় নেতারা এ অভিযোগ অর্থের বিনিময়ে সমাধান করেন বলে জানা গেছে।

স্থানীয় পেরুল উত্তর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার ফরিদ উদ্দিন বলেন, ঘটনা সত্যি এবং এ প্রতিষ্ঠানে বারবার এমন ঘটনা উদ্বেগজনক।

 

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *