আবারো জুটি বাঁধলেন নিরব-স্পর্শিয়া
‘ফিরে দেখা’ সিনেমাতে প্রথমবার একসঙ্গে জুটি বেঁধেছিলেন চিত্রনায়ক নিরব ও অর্চিতা স্পর্শিয়া। ফের একসঙ্গে পর্দায় হাজির হতে যাচ্ছেন তারা। ‘সুস্বাগতম’ নামে নতুন একটি সিনেমায় অভিনয় করছেন তারা। ছবিটি পরিচালনা করছেন শফিকুল আলম।
ইতিমধ্যে সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন নিরব-স্পর্শিয়া। ছবির শেয়ার করেছেন নায়ক যেখানে তাকে দেখা গিয়েছে একদম নিট অ্যান্ড ক্লিন রূপে অর্থাৎ বড় চুল, গোফকে বিদায় জানিয়েছেন।
নিরব গণমাধ্যমকে বলেন, ‘সুস্বাগতম সিনেমায় আমাকে দু’টি বয়সের চরিত্রে দেখা যাবে। যুবক বয়সের লুকের প্রয়োজনেই চুল ও দাড়ি কাটতে হয়েছে। অভিনয় আমার কাছে সব। চরিত্র হয়ে ওঠার জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত আমি।’
এছাড়া ‘সুস্বাগতম’ -এ একইসঙ্গে মা ও মেয়ের চরিত্রে দেখা যাবে স্পর্শিয়াকে। তার পাইলট হওয়ার স্বপ্নকে ঘিরেই এর গল্প। রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মার পাড়ে হচ্ছে শুটিং। রাজবাড়ীতে শুটিংয়ের প্রথম দিনেই বৃষ্টিতে ভিজেছেন তারা, পদ্মা নদীতে ডুবতেও বসেছিলেন স্পর্শিয়া। তাকে উদ্ধার করে নিয়ে আসেন নিরব।