হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক দেবী চন্দ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ সচিব দেবী চন্দকে হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গতকল রোববার তাকে হবিগঞ্জের হবিগঞ্জের ডিসি হিসেবে বদলীপূর্বক পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
একই প্রজ্ঞাপনে হবিগঞ্জের বর্তমান জেলা প্রশাসক ইশরাত জাহানকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব করেছে মন্ত্রণালয়।
মুঠোফোনে যোগাযোগ করা হলে হবিগঞ্জের নয়া জেলা প্রশাসক দেবী চন্দ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।