Home প্রবাসীর সুখ-দুখ চীনের স্কুলে ছুরি নিয়ে হামলা, মৃত তিন শিশু-সহ ৬
জুলাai ১১, ২০২৩

চীনের স্কুলে ছুরি নিয়ে হামলা, মৃত তিন শিশু-সহ ৬

চীনের গুয়াংদং প্রদেশের একটি স্কুলে কিন্ডারগার্টেন স্কুলে ঢুকে ছয় জনকে ছুরি মেরে খুন করল এক ব্যক্তি। সোমবার সকালে ভয়াবহ ঘটনাটি ঘটেছে।

জানা যায়, মৃতদের মধ্যে রয়েছে তিন শিশু। পরিকল্পিতভাবেই কিন্ডারগার্টেন স্কুলে হামলা চালানো হয়েছে বলে পুলিশের দাবি। ইতিমধ্যেই এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

ভয়াবহ হামলার ঘটনাটি ঘটেছে গুয়াংদং প্রদেশের লিয়াংজিয়াং শহরে। সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে সাতটা নাগাদ কিন্ডারগার্টেন স্কুল চত্বরে ছুরি নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। লিয়াংজিয়াং প্রশাসনের মুখপাত্র জানিয়েছেন, কিন্ডারগার্টেন স্কুলে হামলার ফলে ছয়জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত একজন। মৃতদের বয়স বা পরিচয় প্রকাশ করেনি স্থানীয় প্রশাসন। তবে জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছে স্কুলের পড়ুয়া তিন শিশু। এছাড়াও ছুরির কোপে মৃত্যু হয়েছে স্কুলের এক শিক্ষক ও দুই অভিভাবকের। আহতের পরিচয়ও জানা যায়নি।

স্থানীয় প্রশাসনের তরফেই আরও জানা গিয়েছে, সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে ধৃতের পরিচয়ও প্রকাশ্যে আসেনি। কী ধরনের অস্ত্র ব্যবহার করে হামলা চালাল আততায়ী, তাও এখনও পরিষ্কার নয়। আপাতত পুলিশ এই ঘটনার তদন্ত চালাচ্ছে। প্রাথমিকভাবে অনুমান, আগে থেকে পরিকল্পনা করেই এই হামলা হয়েছে। ২৫ বছর বয়সি সন্দেহভাজনকে জেরা করছে পুলিশ।

প্রসঙ্গত, সাধারণ মানুষের জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি নেই চিনে। তবে সাম্প্রতিক অতীতে একাধিকবার ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটেছে সেদেশে। বিশেষ করে স্কুল গুলি লক্ষ্য করে হামলা করেছে আততায়ীরা। স্কুলের নিরাপত্তা বাড়িয়েও লাভ হয়নি। গত বছরও একইভাবে একটি স্কুলে হামলা হয়েছিল। তিনজনের মৃত্যু হয় সেই ঘটনায়।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *