Home সারাদেশ নেত্রকোণা-৪ আসনের সাংসদ রেবেকা মমিন মারা গেছেন
জুলাai ১১, ২০২৩

নেত্রকোণা-৪ আসনের সাংসদ রেবেকা মমিন মারা গেছেন

নেত্রকোণা-৪ (মোহনগঞ্জ, মদন, খালিয়াজুড়ি) আসনের সংসদ সদস্য রেবেকা মমিন (৭৬) আর নেই। আজ মঙ্গলবার (১১ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগসহ নানা রোগে ভুগছিলেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ব্যক্তিগত সহকারী মোহাম্মদ তোফায়েল আহমেদ। তিনি আওয়ামী লীগের মনোনীত টানা তৃতীয়বারের এমপি এবং সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমিনের সহধর্মিণী ছিলেন।রেবেকা মমিনের বাড়ি নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার কাজিয়াহাটি গ্রামে। তিনি আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমিনের স্ত্রী। আবদুল মোমিনের মৃত্যুর পর নেত্রকোণা-৪ আসন থেকে টানা তিনবার নির্বাচিত হন তিনি। এলাকাবাসীর কাছে তিনি সৎ, নির্লোভ ও নিরহঙ্কার রাজনীতিবিদ হিসেবে পরিচিত।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *