সেবাই আমাদের লক্ষ্য এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে সুবিধাবঞ্চিত গরীব, অসহায় মানুষের স্বল্প খরচে উন্নত স্বাস্থ্য সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করল রামগড় মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। সোমবার (১০ জুলাই )সকাল ১১ টায় কমপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেসে অবস্থিত মেমোরিয়াল হাসপাতাল পরিচালনা পরিষদের উপদেষ্টা ডাঃ বিজয় মজুদারের সঞ্চালনা ও চেয়ারম্যান কাজী শিপনের সভাপতিত্বে হাসপাতালটি ফিতা কেঁটে শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী।
উদ্বোধনের শুরুতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অবস্থিত বঙ্গবন্ধু মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।পবিত্র কুরআন,গীতা,ত্রিপিটক পাঠ শেষে আলোচনার সভায় স্বাগত ব্যক্তব্য পেশ করেন পরিচালনা কমিটির উপদেষ্টা এ্যাডভোকেট আবু সুফিয়ান (সবুজ), বিশেষ অতিথী হিসেবে ব্যক্তব্য পেশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস.মমতা আফরিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম (আলমগীর),হাসপাতালের আরএমও ডাঃইরফান জামান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন , হাসপাতালকে ব্যবসায়ী উদ্দেশ্যে না ধরে মানবসেবায় ধরার জন্য এবং রামগড় বাসীর জন্য হাসপাতালটি অনেক উপকারে আসবে বলে আমি মনে করি। আজ থেকে পিছিয়ে পড়া রামগড়ের সকল সুবিধাবঞ্চিত মানুষরা সব ধরণের রোগের চিকিৎসা সেবা পাবেন এই হাসপাতালে এবং এই হাসপাতালটি গলা কাটা কোন প্রতিষ্ঠানে পরিণত হবে না । হাসপাতালের সকল কর্তৃপক্ষকে তিনি অনুরোধ জানান সেবার মান বাড়িয়ে দেওয়ার জন্য এবং যথাযথভাবে সঠিকভাবেই সেবার উদ্দেশ্যে কাজ করার জন্য । হাসপাতালের চেয়ারম্যান কাজী শিপন বলেন, আজ থেকে অসহায় গরীব রোগীদের স্বল্প খরচে বা ক্ষেত্র বিশেষে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান সহ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সবাইকে সর্বোচ্চ সুবিধা প্রদান করা হবে। এতে আরো উপস্থিত ছিলেন,মুক্তিযোদ্ধা, পৌরসভার কমিশনার, রাজনৈতিক,সমাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ