Home বিনোদন সিনেমায় এলে আর পেছনে ফিরে তাকাব না মিম মানতাসা
জুলাai ১০, ২০২৩

সিনেমায় এলে আর পেছনে ফিরে তাকাব না মিম মানতাসা

নাটক হোক কিংবা বিজ্ঞাপন; সব মাধ্যমেই তিনি এখন বেশ চুজি হয়েছেন বলে জানান এ লাক্সতারকা। অনেক কাজের প্রস্তাব পেলেও মন সায় না দিলে কাজ করেন না তিনি। আসছে ঈদেও খুব বেশি কাজে দেখা মিলবে না তার।

সিনেমায় এলে আর পেছনে ফিরে তাকাব না: মিম মানতাসা

 

অভিনেত্রী বলেন, কাজ করছি কিন্তু একদমই যা পাচ্ছি তা করছি না। খুব বেছে বেছে ভালো কিছু করার চেষ্টা করছি। এবার ঈদেও আমার তেমন কাজ নেই। একটা ফিকশন করেছি আর একটা বিজ্ঞাপন। আপাতত এ দুটোই বলতে পারি। এছাড়া কিছু কাজ নিয়ে কথা হচ্ছে, এখনও চূড়ান্ত নয়।

কিছুদিন আগেই নামী ফ্যাশন হাউজ ‘মেহের’ এর শুভেচ্ছাদূত হলেন মানতাসা। তার ভাষ্যে, ‘আমার পছন্দের তালিকায় ‘মেহের’ প্রথমদিকে। সামিনার সঙ্গে অনেক দিনের পরিচয় আমার। সে খুব মেধাবী এবং পরিশ্রমী। আর একটা বিষয়ে না বললেই নয়, তার পছন্দ খুবই চমৎকার। ট্রেন্ডি বিষয়গুলোকে মাথায় রেখে সে এত সুন্দর সুন্দর ডিজাইন করে যা সত্যি দারুণ। ‘মেহের’ এর সঙ্গে যুক্ত হতে পেরে আমি অনেক আনন্দিত।’

 

সিনেমায় এলে আর পেছনে ফিরে তাকাব না: মিম মানতাসা

 

 

ওটিটি প্লাটফর্মে কাজ করতে চান জানিয়ে এ লাক্সতারকা বলেন, ‘কয়েক বছর আগে বায়োস্কোপের জন্য একটি ওটিটি কনটেন্টে কাজ করেছিলাম। এরপর আর কাজ করা হয়নি। এ প্লাটফর্মে ভালো ভালো কাজ হচ্ছে। আমারও ইচ্ছা আছে কাজ করার কিন্তু মনের মত প্রজেক্ট পাচ্ছিলাম না।’

মানতাসার ইচ্ছা বড় পর্দায় কাজ করার। আপাতত তার লক্ষ্য সিনেমা। নিজেকে শিগগিরই বড় পর্দায় দেখতে চান। তার জন্য ভালো গল্প এবং চরিত্রের অপেক্ষায়। তিনি বলেন, ‘অবশ্যই বড় পর্দায় কাজ করতে চাই। যদি বলি, তাহলে এখন একটাই ফোকাস, সেটা হচ্ছে সিনেমা। যদি সিনেমা করা শুরু করি তাহলে শুধু সিনেমাই করবো। পেছনে ফিরে তাকাব না। নাটক করা হবে না তবে ভালো প্রজেক্ট পেলে হয়তো ওটিটিতে কাজ করতে পারি।’

 

সিনেমায় এলে আর পেছনে ফিরে তাকাব না: মিম মানতাসা

 

প্রসঙ্গত, ২০১৮ সালে লাক্স চ্যানেল আই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে শোবিজে যাত্রা শুরু করেন মিম মানতাসা। এরপর বিভিন্ন বিজ্ঞাপন ও নাটকে হাজির হয়েছেন তিনি। তবে সেভাবে আলো ছড়াতে পারেননি। বছর দুয়েক আগে বিয়ে করে ‘উধাও’ হয়ে যান। আবার ফিরে আসেন অভিনয়ে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *