পরীমনির বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ পেছাল
চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে আগামী ২৮ আগস্ট নির্ধারণ করেছেন আদালত। রোববার ঢাকার বিশেষ জজ আদালত ১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন। এদিন এ মামলায় সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা ছিল।
পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বিচারিক আদালতকে জানান, মামলার কার্যক্রমে উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে।
প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি পরীমনির মাদক মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন আপিল বিভাগ।
পরীমনির বনানীর বাসায় ২০২১ সালের ৪ আগস্ট অভিযান চালায় র্যাব। পর দিন ৫ আগস্ট র্যাব বাদী হয়ে বনানী থানায় পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।