Home শিক্ষা-ক্যাম্পাস ঢাকা-চট্টগ্রাম বিভাগের সহকারি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
জুলাai ৯, ২০২৩

ঢাকা-চট্টগ্রাম বিভাগের সহকারি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের তৃতীয় আঞ্চলিক বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এই ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রার্থীরা আগামী ২৪ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত  অনলাইনে আবেদন করতে পারবেন। তবে যথারীতি তিন পার্বত্য জেলা বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি এই নিয়োগ প্রক্রিয়ার বাইরে থাকবে। সাধারণত এই তিন জেলায় স্থানীয়ভাবে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়।

এর আগে প্রথম ধাপে গত ২৮ ফেব্রুয়ারি রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে দ্বিতীয় ধাপে ২৩ মার্চ ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। উভয় বিজ্ঞপ্তি অনুযায়ী গত এপ্রিলে আবেদন নেওয়ার কাজ শেষ হয়েছে। সর্বশেষ ৩৭ হাজার পদে সহকারি শিক্ষক নিয়োগ করা হয়েছে। সাধারণত প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ জেলাভিত্তিক হয়ে থাকে। কিন্তু সারাদেশে অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়া হতো। নিয়োগে দীর্ঘসূত্রতা দূর করতে এই প্রথম অঞ্চল ভেদে আলাদা নিয়োগের প্রক্রিয়া নেওয়া হয়েছে।

এবারের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। পরে পরীক্ষার ফি বাবদ টেলিটক নম্বর থেকে ২২০ টাকা জমা দিতে হবে। আবেদনকারীর বয়স ২০২৩ সালের ৮ জুলাই ন্যূনতম ২১ ও সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স উল্লিখিত তারিখে ন্যূনতম ২১ ও সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯ অনুসরণ করা হবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ৩৭ হাজারের বেশি শিক্ষকের পদ শূন্য আছে। এরমধ্যে প্রধান শিক্ষকের শূন্য পদ ২৯ হাজার ৮৫৮।

 

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *