জার্মানিতে শাবিপ্রবির প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী
জার্মানিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ‘সাস্টিয়ান রি-ইউনিয়ন ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। গত ৩ ও ৪ জুন সাস্টিয়ান-ডি ই এর উদ্যোগে জার্মানির মাটিতে তৃতীয় বারের মতো অনুষ্ঠিত হয় এই পুনর্মিলনী।
জার্মানির বিভিন্ন প্রান্তে বসবাসরত দেড় শতাধিক প্রাক্তন সাস্টিয়ান এবং তাদের পরিবার পরিজন নিয়ে আল্পস পর্বতের কোল ঘেঁষে অবস্থিত দক্ষিণ জার্মানির বাডেন ভুটেমবার্গ স্টেটের প্রাকৃতিক সৌন্দর্য্যমণ্ডিত স্টুটগার্ট শহরে মিলনমেলায় অংশগ্রহণ করে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
ক্যাম্পাসের বিভিন্ন সময়ের স্মৃতিচারণসহ সহপাঠী, সিনিয়র-জুনিয়র ও অতিথিদের আলাপচারিতায় মুখর হয়ে উঠে পুরো অনুষ্ঠান।
শনিবার দুপুরের সাস্টিয়ান জার্মানির বর্তমান প্রেসিডেন্ট হাফিজ খানের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় এবারের পুনর্মিলনী। এরপর মধ্যাহ্নভোজে দেশীয় পরিবেশে খাবার পরিবেশন করা হয়।