সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে মধুখালীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
মোঃ জুয়েল শরীফ, মধুখালী উপজেলা প্রতিনিধি:-
সুইডেনে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরিফ পোড়ানোর প্রতিবাদে ফরিদপুরের মধুখালী উপজেলা ইমাম ও মুয়াজ্জিন ঐক্য সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ০৭ জুলাই ২০২৩ইং শুক্রবার বাদ জুম্মা মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই সমাবেশ টি অনুষ্ঠিত হয়। শতশত ধর্মপ্রান মুসল্লীর উপস্থিততে প্রতিবাদ মিছিলটি মধুখালী বাজার চৌরাস্তা থেকে শুরু হয়ে মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গিয়ে শেষ হয়। উক্ত প্রতিবাদ মিছিলে সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান। প্রতিবাদ সমাবেশে বক্তারা সুইডেনে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর প্রতিবাদে সুইডেনের সকল পণ্য বর্জন করার জন্য দেশের সকল ধর্ম প্রাণ মুসল্লীদের প্রতি আহ্বান করেন এবং সুইডেনের সাথে সকল ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ও রাষ্ট্রীয় ভাবে উক্ত ঘটনার প্রতিবাদ জানানোর জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।