Home জেলা রাজনীতি গোপালগঞ্জে জাতির পিতার সমাধিতে বরিশাল সিটি মেয়রের শ্রদ্ধা
জুলাai ৮, ২০২৩

গোপালগঞ্জে জাতির পিতার সমাধিতে বরিশাল সিটি মেয়রের শ্রদ্ধা

গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।

শনিবার দুপুর ১টায় তিনি তার পরিষদের কাউন্সিলরসহ অন্যান্য নেতৃবৃন্দ সঙ্গে নিয়ে জাতির পিতার সমাধিবেদীতে পুষ্পার্ঘ্য অর্পন করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর তিনি ১৫-আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনায় পবিত্র ফাতেহপাঠ ও বিশেষ মোনাজাত করেন।

এ সময় মৎস্য ও পানি-সম্পাদক মন্ত্রী স ম রেজাউল করিম, পানি-সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ও বাগেরহাট-১ আসনের সংসদ-সদস্য শেখ হেলালউদ্দিম এমপি, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বদরুল আলম বদর, টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামলীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ ও টুঙ্গীপাড়া পৌর-মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল সহ বরিশাল মহানগর ও জেলা আওয়ামীলীগের সহস্রাধিক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *