Home খেলা রহমানউল্লাহ গুরবাজের সেঞ্চুরি
জুলাai ৮, ২০২৩

রহমানউল্লাহ গুরবাজের সেঞ্চুরি

সিরিজ জয়ের লক্ষ্যেই ব্যাটিং করছে আফগানিস্তান ক্রিকেট দল। টস হেরে প্রথমে ব্যাট করছে তারা। রহমানউল্লাহ গুরবাজ মাত্র ২০ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে এটা তার দ্বিতীয় সেঞ্চুরি। গত বছরের ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের এই মাঠেই ১১০ বলে খেলেন ১০৬ রানের অনবদ্য ইনিংস।

রহমানউল্লাহর সেঞ্চুরিতে বড় স্কোর গড়ার পথে আফগানিস্তান ক্রিকেট দল। ওপেনিং জুটিতে ইবরাহিম জাদরানকে সঙ্গে নিয়ে দারুণ ক্রিকেট খেলছেন গুরবাজ।

এবার বাংলাদেশ সফরে এসে একমাত্র টেস্টে হেরে যায় আফগানিস্তান। এরপর আরব আমিরাতে গিয়ে কিছুদিনের অনুশীলন শেষ ফের বাংলাদেশে আসে আফগানরা।

চট্টগ্রামে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় ১৭ রানের জয়ে এগিয়ে রয়েছে আফগানরা। আজ শনিবার দ্বিতীয় ম্যাচে জয় পেলেই তাদের সিরিজ নিশ্চিত হবে।

 

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *