Home অপরাধ তারাকান্দায় শশুরবাড়িতে স্ত্রী’কে হত্যা, ঘাতকস্বামী পলাতক
জুলাai ৮, ২০২৩

তারাকান্দায় শশুরবাড়িতে স্ত্রী’কে হত্যা, ঘাতকস্বামী পলাতক

হুমায়ুন কবির,ময়মনসিংহ প্রতিনিধিঃ
ঈদে শশুরবাড়ি বেড়াতে এসে স্ত্রী’কে শ্বাসরোধে হত্যা করে ঘরের ভিতরে লাশ রেখে বাহির থেকে দরজার ছিটকারি দিযে ঘাতক স্বামী পালিয়ে গেছে।
ঘটনাটি ঘটে, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের হিরারকান্দা গ্রামে শুক্রবার রাতে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার হিরারকান্দা গ্রামের আয়নুল হকের মেযে হোসনেআরা বেগম (১৯)কে ঈদের ১০/১২ দিন পৃর্বে তার বাবা বেড়াতে নিয়ে আসে।ঈদের পরদিন শুক্রবার হোসনেআরার স্বামী সুজন মিয়া (২৩) শশুর বাড়িতে বেড়াতে আসে গত শুক্রবার বিকালে উভয়ের মাঝে তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়।
হোসনেআরার পিতা মোঃ আযনুল হক জানান, রাতের খাবার ধাবার শেষে মেয়ে ও জামাই বারান্দার রোমে ঘুমাতে যায়। শনিবার ভোর মেযের মা আফছারা বেগম ঘুম থেকে উঠে দেখে বারান্দা দরজার ছিটকারী বাহির থেকে লাগানো।ডাকাডাকি করে কোন সারাশব্দ না পেযে দরজা খুলে মেযের লাশ দেখে ডাকচিৎকার করলে বাড়ির লোকজন লাশ দেখে পুলিশকে খবর দেয়। তারাকান্দ থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, সুরতহাল শেষের লাশ উদ্ধার করে থানা আনা হযেছে। ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হবে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। উল্লেখ্য গত এক বছর পৃর্বে শেরপুর জেলার নকলা থানার পিপুরিযা গ্রামের খাইরুল ইসলামের পুত্র সুজন মিয়ার সাথে হোসনেআরা বেগমের সামাজিক ভাবে বিয়ে হয়।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *