Home সারাদেশ ঢাবি অধ্যাপক রওশন জাহানের দাফন সম্পন্ন
জুলাai ৮, ২০২৩

ঢাবি অধ্যাপক রওশন জাহানের দাফন সম্পন্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান ড. রওশন জাহানের লাশ শুক্রবার রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে বাদ জুমা বনানী মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়।

গত ৪ জুলাই ঢাকার ইউনাইটেড হাসপাতালে বার্ধক্যজনিত অসুস্থতায় ইন্তেকাল করেন অধ্যাপক রওশন জাহান (ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮২ বছর। রোববার বাদ মাগরিব মরহুমার স্মরণে বনানীর পার্ক রেসিডেন্সে (সড়ক-৭, বাড়ি-৭, ব্লক-এফ) দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে রওশন জাহান তিন পুত্র রেখে গেছেন, যাদের সবাই যুক্তরাষ্ট্র প্রবাসী। তার বড় ছেলে প্রকৌশলী ড. খালেদ সোবহান, মেজো ছেলে মনোরোগ বিশেষজ্ঞ ড. তানভির সোবহান এবং ছোট ছেলে সফটওয়্যার প্রকৌশলী রুম্মান সোবহান।

ড. জাহান ১৯৪১ সালের ৭ সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ষাটের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর তিনি ইংল্যান্ডের হাল বিশ্ববিদ্যালয় থেকে শিল্প মনোবিজ্ঞানে এমএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

১৯৬৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগে যোগদান করেন, ১৯৯১ সালে অধ্যাপক পদে উন্নীত হন। দীর্ঘ ৩৭ বছর অধ্যাপনা শেষে ২০০৩ সালে অবসর গ্রহণ করেন।

মরহুমার স্বামী মরহুম আবদুস সোবহান ছিলেন সরকারের অতিরিক্ত সচিব, তিনি রাষ্ট্রপতির প্রেস সচিবের দায়িত্ব পালন করেন।

ড. রওশন জাহানের ৩৭টি গবেষণা প্রবন্ধ দেশে-বিদেশে প্রকাশিত হয়েছে। তার লেখা গ্রন্থগুলোর মধ্যে রয়েছে- নারী উপাখ্যান, যখন বৃষ্টি নামলো, রকমারি গল্প, মনোবিজ্ঞান শব্দকোষ ইত্যাদি।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *