Home ধর্মীয় সংবাদ ওমরাযাত্রীদের জন্য ই-ভিসা চালু করল সৌদি
জুলাai ৬, ২০২৩

ওমরাযাত্রীদের জন্য ই-ভিসা চালু করল সৌদি

বৃহৎ পরিসরে পবিত্র হজ আয়োজনের পর পুনরায় ওমরাহ মৌসুম শুরু করছে সৌদি আরব। আগামী ১৯ জুলাই (১ মহররম) হজের পর প্রথম ওমরাহযাত্রীদের দল সৌদি পৌঁছবে। ইতিমধ্যে অনলাইনে ওমরার ইলেকট্রনিক ভিসা ইস্যু শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। সৌদি বার্তা সংস্থা এসপিএ-এর সূত্রে আরব নিউজ এসব তথ্য জানায়।

 ওমরাযাত্রীর বাসস্থান ও পরিবহন ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদে বসবাসসহ বিভিন্ন পরিষেবা এর অন্তর্ভূক্ত রয়েছে। 

আরো জানা যায়, ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে অনলাইনে পেমেন্টের পর ২৪ ঘণ্টার মধ্যে ই-ভিসা পাওয়া যাবে। ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়। তা ছাড়া এতে নারী ওমরাযাত্রীর সঙ্গে একজন পুরুষ অভিভাবক থাকা এবং স্বাস্থ্য বিষয়ক শর্তগুলো শিথিল করা হয়।

আগামী ২ আগস্ট পর্যন্ত বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাস এয়ারের ৩২৫টি ফ্লাইটে করে হজযাত্রীরা দেশে ফিরবেন।সূত্র : আরব নিউজ

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *