Home দুর্ণীতি বঙ্গবন্ধুর কাজ শেষ করাই আমার লক্ষ্য: প্রধানমন্ত্রী
জুলাai ৩, ২০২৩

বঙ্গবন্ধুর কাজ শেষ করাই আমার লক্ষ্য: প্রধানমন্ত্রী

বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের যে কাজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমান শুরু করেছিলেন, তার মেয়ে হয়ে সেটি সম্পন্ন করাই লক্ষ্য বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা এটাই আমাদের লক্ষ্য। আমার বাবা যে কাজটা শুরু করেছিলেন সেটা সম্পন্ন করা।

রোববার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দলীয় কার্যালয়ে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেন শেখ হাসিনা। সে সময় সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে কথা বলছিলেন প্রধানমন্ত্রী।

সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে তিনি বলেন, আমার বাড়ি, আমার খামার, কমিউনিটি ক্লিনিক, ডিজিটাল বাংলাদেশ, এখন আমার গ্রাম, আমার শহর, সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা দেশ পরিচালনা করেছি। ২০০৯ এ সরকার গঠন করার পর থেকে এ পর্যন্ত এই সাড়ে ১৪ বছরে কিন্তু বাংলাদেশ বদলে গেছে। এটা স্বীকার করতেই হবে।

আন্তর্জাতিকভাবেও বাংলাদেশকে ‘উন্নয়নের রোল মডেল’ ধরা হচ্ছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, গ্রাম এখন আর গ্রাম নাই। আমরা শতভাগ বিদ্যুৎ দিয়েছি, রাস্তাঘাট উন্নতি করে, সব জায়গায় আজকে একটা উন্নয়ন আমরা করতে পেরেছি।

বঙ্গবন্ধুকন্যা বলেন, দেশের উন্নতি করতে হলে দেশটাকে জানতে হয়। ১৯৮১ সালে দেশে ফেরার পর ওই সময়ে সারা বাংলাদেশ ঘুরে দেখার অভিজ্ঞতার কথাও তিনি বলেন।

‘আমার সৌভাগ্য আমি ১৯৮১ সালে আসার পরে প্রত্যন্ত অঞ্চলে আমি ঘুরেছি। বাংলাদেশের বোধ হয় কোন অঞ্চল বাদ নাই। মাইলের পর মাইল কাদাপানিতে পায়ে হেঁটেছি, নৌকা, সাম্পান, মাছের ট্রলার, কোনটায় চড়ি নাই? ভ্যান, ডিঙি নৌকা, সব কিছুতে চড়ার অভিজ্ঞতা আছে। এভাবে বাংলাদেশ ঘুরেছি, বাংলাদেশকে দেখেছি।’

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *