লক্ষ্মীপুরে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ১
রবিবার (০২ জুলাই ২০২৩) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ০১ জুলাই ২০২৩ তারিখ আনুমানিক রাত ২২৩০ ঘটিকায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন লক্ষ্মীপুর ও লক্ষ্মীপুর মডেল থানা পুলিশ কর্তৃক লক্ষ্মীপুর জেলার মজুচৌধুরীর লঞ্চঘাট এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন লঞ্চঘাট এলাকায় বস্তা কাঁধে একজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে আভিযানিকদল উক্ত ব্যক্তিকে থামিয়ে তার কাছে থাকা একটি বস্তায় তল্লাশি চালায়, অতঃপর বস্তাটি থেকে ১০ কেজি গাঁজাসহ উক্ত ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি মাইন উদ্দিন পাবেল (২৮), লক্ষ্মীপুর সদর উপজেলাধীন চর রমনী মোহন গ্রামের বাসিন্দা।
তিনি আরও বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত গাঁজা ও আটককৃত ব্যক্তিকে লক্ষ্মীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।
–সংবাদ বিজ্ঞপ্তি