তাজু কান্তি দে,রামগড় খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে যুবলীগ নেতা মরহুম মোঃ ইয়াছিন এর ২৪ তম মৃত্যুবার্ষিকী পালন করা করা হয়। বুধবার ২৮ শে জুন সকাল ১০.০০ ঘটিকায় ইয়াছিন স্মৃতি পরিষদের উদ্যোগে রামগড় কেন্দ্রিয় কবরস্থানে শায়িত মরহুম মোঃ ইয়াছিন এর কবরে পরিষদের আহ্বায়ক মেয়র মোঃ রফিকুল আলম(কামাল) এর নেতৃত্বে পুস্প মাল্য অর্পন করা হয়। অর্পন শেষে মরহুমের আত্মার শান্তির উদ্দেশ্যে দোয়া ও মোনাজাত পরিচালননা করেন মাষ্টারপাড়া আজিজিয়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আরিফুল ইসলাম।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ২৮শে জুন রামগড়ের যুবলীগ নেতা মরহুম মোঃ ইয়াছিন সকালে নিজের প্রাইভেট কারে ব্যক্তিগত কাজের উদ্দেশ্যে খাগড়াছড়িতে যায়, কাজ শেষ করে বাড়ি আসার পথে বিকাল ০৫ টায় ২নং পাতাছড়া ইউপির মাহাবুবনগর বাটনাতলী এলাকা বটগাছের নিচে গাড়ি ব্যারিকেড দিয়ে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ও ধারালো ছুড়ি দিয়ে তাকে জবাই করে খুন করে। রামগড় কেন্দ্রিয় কবরস্থানে তাকে শায়িত করা হয়। এতে আরো উপস্থিত ছিলেন,ইয়াছিন স্মৃতি পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ,শুভাকাঙ্খী,সুশিল ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ। ইয়াছিন স্মৃতি পরিষদের আহ্বায়ক মেয়র রফিকুল আলম (কামাল)বলেন, ২৪ বছর পার হয়ে গেলো অথচ ইয়াছিন ভাইয়ের হত্যার বিচার এখনও কার্যকর হয়নি,খুনিরা এখনো প্রকাশ্যে রামগড়ে ঘোরাগুরি করছে, দল ক্ষমতা থাকা অবস্থায় তার হত্যা বিচার না হলে আর কোনদিন ও ইয়াছিন ভাইয়ের হত্যার বিচার হবে না। অতিলম্বে আমি ইয়াছিন ভাইয়ে হত্যার বিচার ও খুনিদের ফাঁসি দাবি করছি।